আজিয়া'র "নবীন বরণ ও গারো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা"

07/06/2013 19:25



আবিমা গারো ইয়ুথ এসোসিয়েশন (আজিয়া), ঢাকা মহানগর শাখা, এর পক্ষ থেকে শুভেচ্ছা নিবেন। আনন্দের সাথে জানাচ্ছি যে, আমরা আগামী ১২ জুলাই ২০১৩ তারিখ, রোজ

শুক্রবার, ঢাকায় অবস্থানরত এইচ,এস,সি এবং অনার্স ১ম বর্ষ এর সকল গারো শিক্ষার্থীদের জন্য "নবীন বরণ ও গারো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা" অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন Engineer Abu Hanif, CEO, PeopleNTech Institute of Information Technology, USA. বিশেষ অতিথি হিসেবে PeopleNTech এর

প্রেসিডেন্ট ফারহানা ফেরদৌস ছাড়াও গারো আদিবাসী কৃতি সন্তান ও আজিয়ার প্রাক্তন নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। 

উক্ত অনুষ্ঠানে সকলের প্রতি আমন্ত্রণ রইল।

স্থান : শওকত ওসমান মিলনায়তন , পাবলিক লাইব্রেরী, শাহবাগ, ঢাকা।
 

তারিখ : ১২ জুলাই ২০১৩ তারিখ, রোজ শুক্রবার

অনুষ্ঠানের সময়সূচীঃ

১.রেজিস্ট্রেশন সকাল ৯-১০টা


২. নবীন বরণ ও আসন গ্রহণ সকাল ১০-১০.৩০টা

 

৩. আলোচনা সকাল ১০.৩০- দুপুর ১২.০০টা


৪.কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দুপুর ১২.০০ – ১২.৩০ টা 


৫. দুপুরের খাবার দুপুর ১২.৩০ – ১ টা

 
৬. সাংস্কৃতিক অনুষ্ঠান দুপুর ১ – ২ টা 


 

বি.দ্র : রেজিস্ট্রেশন ফি ২০ টাকা মাত্র। যথা সময়ে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হল।

 

ধন্যবাদান্তে,

তৃপ্ত তাতারা চিরাণ                                                                                         অন্তর মানখিন


 জেনারেল  সেক্রেটারী                                                                                     প্রেসিডেন্ট

আজিয়া, ঢাকা মহানগর শাখা                                                                             আজিয়া, ঢাকা মহানগর শাখা 

প্রধান অতিথি সম্পর্কে জানতে হলে ক্লিক করুনঃ
To know about Engineer Abu Hanif, CEO, PeopleNTech Institute of Information Technology, USA click the link>>>https://www.banglanews24.com/detailsnews.php?nssl=7dce78f4b35f08515b14591915c83813&nttl=17062013204448