নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় PeopleNTech এর পূনর্মিলনী অনুষ্ঠিত
ওয়াশিংটন প্রতিনিধি,
গত ২৭ শে অক্টোবর, ২০১২ নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় PeopleNTech এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনPeopleNTech এর প্রতিষ্ঠাতা ও সি.ই.ও. প্রকৌশলী জনাব আবু হানিফ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এর প্রেসিডেন্ট ফারহানা হানিফ।
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ফারহানা হানিফ
অনুষ্ঠান পরিচালনা করেন সফটওয়্যার প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। যাদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় তারা হলেন সফটওয়্যার প্রকৌশলী মাসুদ আলম, দিলারা সুমী, শিপন, আফরোজা বিথী সহ অনেকে।
অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন সোমা রহমান। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রী যারা বিভিন্ন পর্যায়ে চাকুরীরত তাদের অনেকেই কৌতুক পরিবেশন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকৌশলী জনাব আবু হানিফ (ডান থেকে তৃতীয় জন)
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকৌশলী জনাব আবু হানিফ অনুষ্ঠান আয়োজকদের প্রসংশা করেন এবং ভবিষ্যতে ব্যাপক পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, কমিউনিটির উন্নয়নে আই.টি. শিক্ষার বিকল্প নাই। আই. টি. শিক্ষা, উন্নতমানের চাকুরী এবং মুলধারার সাথে সম্পৃক্ততার জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। PeopleNTech এমনই একটি প্রতিষ্ঠান যেখানে সময়ের সাথে তাল মিলিয়ে চাকুরীর জন্য প্রশিক্ষণ এবং চাকুরী দেওয়া হয়।
প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ফারহানা হানিফ আয়োজকদের ভূয়সী প্রসংশা করেন এবং ভবিষ্যতে আরো সুন্দর অনুষ্ঠানের আশাবাদ ব্যাক্ত করেন।
উপস্থিত প্রাক্তন ছাত্রদের একাংশ
অনুষ্ঠানে একটি সুদৃশ্য মোড়ানো বক্স নিয়ে খেলার সুচনা করেন আফরোজা বিথী। খেলাটি ছিলো খুবই উপভোগ্য এবং দর্শকরা তা করতালির মধ্য দিয়ে উপভোগ করেন।
সবশেষে অনুষ্ঠিত হয় নৈশভোজ। মুখরোচক খাবার যা সবাই উপভোগ করেন। নৈশভোজ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকৌশলী জনাব আবু হানিফ সবার সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।