পিপল এন টেক বুট ক্যাম্প পার্টি ২০১৩ অনুষ্ঠিত

09/16/2013 17:53

বাবুল ন ক রে ক, নিউ ইয়র্ক থেকে

 

কম্পিউটার সফটওয়্যার টেস্টিং প্রশিক্ষণ ইন্সটিটিউট 'পিপল এন টেক' এর ভার্জিনিয়ার ভিয়েনা ও নিউ ইয়র্ক ক্যাম্পাসে সামার কোর্স সমাপনী উপলক্ষে গত ৭-৮ সেপ্টেম্বর শিক্ষামূল্যায়ন ও বিনোদনের লক্ষ্যে দুই দিন ব্যাপী বুট ক্যাম্প একযোগে অনুষ্ঠিত হয়। 

 

দুই দিন ব্যাপী এই প্রোগ্রামে  'পিপল এন টেক' এর প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবু হানিফ এবং তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ ও প্রশিক্ষক নিজাম মাহমুদ  প্রশিক্ষণ মূল্যায়ন এবং হাতে-কলমে বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান করেন। 

 

 

অনলাইনে সরাসরি প্রচারিত বুট ক্যাম্প পার্টির উদ্বোধনী ভাষণে ইঞ্জিনিয়ার আবু হানিফ বলেন, প্রশিক্ষণার্থীদের হাতে কলমে শিক্ষাদানের পাশাপাশি তাঁদের পেশাগত দক্ষতা অর্জনের সার্বিক মূল্যায়ন করাই এই প্রোগ্রামের মূল লক্ষ্য। অন্য কথায় বলতে গেলে এই কর্মসূচিতে মূল্যায়ন বা পরীক্ষাও রয়েছে। কিন্তু সেটি পরীক্ষা না বলে 'পিপল এন টেক বুট ক্যাম্প পার্টি' বলছি যেন প্রশিক্ষণার্থীগণ খোশ মেজাজে সবকিছু ঠিকঠাক মত করতে পারেন।  

 

তিনি বলেন, সমাপনী এই কর্মসূচিকে আনন্দময় ও উপভোগ্য করে তোলার জন্য আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছি। আর এজন্যই এই কর্মসুচির নাম দেওয়া হয়েছে 'বুট ক্যাম্প পার্টি'।  

 

সাংস্কৃতিক অনুষ্ঠানে সকল শিক্ষার্থী  অংশ নিবেন। ছাত্র ছাত্রীদের অনেকেই অনেক ভাল গান করেন, ভাল নাচেন, ভাল আবৃত্তি করেন। এই কোর্সের কিছু ছাত্র-ছাত্রী বাংলাদেশে অনেক জনপ্রিয় শিল্পী। কেউ কেউ খুব প্রফেশনাল। তারাও অংশ নিয়ে এই পার্টিকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত  করে তুলবেন বলে আশা করি।  

 

প্রশিক্ষণার্থীদের উৎসাহ দিতে কানাডা থেকে আসা তথ্য ও প্রযুক্তিবিদ এবং পিপল এন টেক এর প্রশিক্ষক নিজাম মাহমুদ তাঁর বক্তব্যে বলেন, "পিপল এন টেক আমেরিকায় সব থেকে সফল প্রযুক্তিবিদ তৈরির সফল প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান দুই হাজারের উপরে ছাত্র-ছাত্রীকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে ইতোঃমধ্যেই আইটি সেক্টরে চাকুরী দিয়েছে। এ সাফল্যের পেছনে কারণ টা হল এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী ইঞ্জিনিয়ার আবু হানিফ সব সময় দ্য বেস্ট প্রশিক্ষক নিয়োগ করে থাকেন। তিনি চাইলে নিউ ইয়র্ক বা ভার্জিনিয়া থেকে ঘন্টায় ৫০ ডলারে অনেক শিক্ষক নিতে পারেন। কিন্তু তিনি তা না করে তার চেয়ে ৫-৭ গুণ ডলার খরচ করে নিজাম মাহমুদ কিংবা শ্রীকান্ত ভেজেন্ডলা'র মত শিক্ষকদেরকে দিয়ে ক্লাশ নেওয়ান। আমি তাঁর বন্ধু বটে, কিন্তু অবশ্যই ফ্রী সার্ভিস দিচ্ছি না। আমি বা শ্রীকান্ত অনেক ব্যয়বহুল প্রশিক্ষক। আজকে আপনারা কোর্স শেষ করে বুট ক্যাম্প পার্টি তে যোগ দিয়েছেন। ইঞ্জিনিয়ার হানিফ এটিকে পার্টির মেজাজে রেখেছেন। দেশের বাইরে থেকে আমরা যারা অনলাইনে ক্লাশ দেই, তিনি আমাদেরকেও নিয়ে এসেছেন। তাঁর জন্য তাঁকে অতিরিক্ত ৯-১০ হাজার ডলার খরচ করতে হয়েছে। তিনি এগুলো করছেন, আপনাদেরকে সেরা সার্ভিস দিয়ে, উপযুক্ত করে গড়ে তোলে চাকুরীর বাজার উপযোগী করে প্রস্তুত করার জন্য। আজকে আমরা পরীক্ষা নিচ্ছি না বরং মূল্যায়ন করে যেখানে ঘাটতি সেখানটায় জোড় দিয়ে প্রশিক্ষণ দিচ্ছি, আপনাদেরকে পৃথিবীর বাঘা বাঘা সরকারী - বেসরকারী কোম্পানী গুলোর জন্য প্রস্তুত করছি।"

 

তিনি আরো বলেন, "শেখা মানে বুঝে বুঝে করা, মুখস্ত করা নয়। আমাদের অনেক ছাত্র-ছাত্রী কেউ কেউ ৮৫ হাজার ডলার, কেউ কেউ ১ লাখ  থেকে দেড় লাখ ডলার বেতনের জব করেন। আপনাদের বুঝতে হবে মাল্টি-ন্যাশনাল কোম্পানিগুলো এত ডলার বেতন দিয়ে আমাদের ছাত্র-ছাত্রীদের নিচ্ছে কারণ তাঁরা তার উপযুক্ত, পিপল এন টেক তাঁদের উপযুক্ত করে প্রশিক্ষিত করেছে। উপযুক্ত হওয়ার জন্য পড়াশুনা এবং তার চর্চা একান্ত অপরিহার্য।" ভাল জব, ভাল বেতন পেতে চাইলে পড়াশুনা এবং সেই লব্ধ জ্ঞানের অনুশীলনের কোন বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন। 

 

বুট ক্যাম্প পার্টিতে কম্পিউটার নেট ওয়ার্ক এন্ড সাপোর্ট সিস্টেম (সি এন এস এস), স্ট্রাকচারড কোয়েরি ল্যাংগুয়েজ (এস কিউ এল), কোয়ালিটি সেন্টার (কিউ সি) এবং কুইক টেস্ট প্রফেশনাল (কিউ টি পি),  সিলেনিয়াম, লোড রানার পারফমেন্স টেস্টিং, মোবাইল সফটয়্যার টেস্টিং বিষয়েও ছাত্র-ছাত্রীদের দক্ষতার মূল্যায়ন করা হয়। এই বুট ক্যাম্প পার্টিতে ভার্জিনিয়া ও নিউ ইয়ক ক্যাম্পাসে অনুষ্ঠিত হলেও আটলান্টিক সিটি ক্যাম্পাস, ব্রুকলিন ক্যাম্পাস, পিপল এন টেক কানাডা ক্যাম্পাস এবং পিপল এন টেক ইন্ডিয়া ক্যাম্পাস থেকেও ছাত্র-ছাত্রীরা অনলাইনের মাধ্যমে সরাসরি অংশ গ্রহণ করেন। 

 

বুট ক্যাম্প পার্টিতে ছাত্র-ছাত্রীদের অনেকেই গান, নাচ এবং আবৃত্তি পরিবেশন করেছেন। তাঁদের মধ্যে প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী রাজীব রহমান, তটিনী রোজলীন রুমা রোজারিও, ঐশী মাশনুভা, শারমীন এবং সাফিন আহমেদ। নাচ পরিবেশন করেছেন চৌধুরী নাজদিয়া মাসফুকা তিশা, দিবাকর রায় ও মিন্টু। গারো আদিবাসী গান শুনিয়েছেন বাবুল নকরেক এবং জাপানিজ গান পরিবেশন করেন কাজী তাসলিম আহমেদ । আবৃত্তি করেছেন বাবুল  নকরেক এবং দিবাকর রায়।  

 

উল্লেখ্য যে পিপল এন টেক এ কুইক টেস্ট প্রফেশনাল, সিলেনিয়াম, লোড রানার পারফমেন্স টেস্টিং, মোবাইল টেস্টিং কোর্স পরিচালনা করা হয়। এই আইটি শিক্ষা প্রতিষ্ঠান বছরে ৩ বার ছাত্র - ছাত্রী ভর্তি করে থাকে। পিপল এন টেক এর রয়েছে অন সাইট এবং অনলাইন দুই রকমের প্রশিক্ষণ ব্যবস্থা। বিশ্বের যে কোন প্রান্ত থেকে ঘরে বসেই যে কেউ এই কোর্স করে নিতে পারেন। এই আই টি শিক্ষা প্রতিষ্ঠান শুধু মাত্র প্রশিক্ষণ দিয়েই ক্ষান্ত হয় না, কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের চাকুরীর ব্যবস্থাও করে দিয়ে থাকে। কোর্স শেষ করে আমেরিকার সরকারী- বেসরকারী এবং মাল্টি-ন্যাশনাল কোম্পানিগুলোতে ৮৫ হাজার ডলার থেকে শুরু করে দেড় লাখ ডলার বেতনে চাকুরী করছেন এমন ছাত্র - ছাত্রীর সংখ্যা দুই হাজারেরও বেশী বলে  জানালেন পিপল এন টেক এর নিউ ইয়র্ক ক্যাম্পাসের পরিচালক সাঈদ হোসেন সিদ্দিক। পরবর্তী সেশনের জন্য এখন ছাত্র-ছাত্রী ভর্তি চলছে। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ক্লাশ শুরু হবে বলেও জানালেন তিনি। কোর্স করতে আগ্রহী যে কেউ যোগাযোগ করতে পারেনঃ ahanip@peoplentech.com এই ইমেইল ঠিকানায়। অথবা সরাসরি ফোন দিতে পারেন এই নাম্বারেঃ +১ ৭০৩ ৫৮৬ ৭৮৪৮।